আইসোবার ও আইসোটোন নিয়ে জানার চেষ্টা করবো এখানে আমরা।
আইসোবার
যে সব পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা সমান হয়, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আইসোবার বলা হয়। আইসোবারসমূহ অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেমন, কপারের আইসোটোপ 2964Cu এবং জিংকের আইসোটোপ 3064Cu হল পরস্পরের আইসোবার। উভয় পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যা 64, কিন্তু তাদের প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোবার পরমাণুর ভৌত ও রাসায়নিক উভয় প্রকার ধর্ম ভিন্ন হয়।
আইসোটোন
যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে, কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন- 1430Cu, 1530Cu এবং 1632S হল পরস্পরের আইসোটোন। কারণ প্রত্যেকের বেলায় নিউট্রন সংখ্যা 16টি, কিন্তু তাদের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা অসমান। আইসোবার ও আইসোটোন নিয়ে দেয়া এই উদাহরণ গুলো মনে রাখতে হবে তোমাদেরকে।