তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে

তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে সেটা নিয়ে জানবো এখানে। যেসব মৌলের আইসোটোপের নিউক্লিয়াস নিজে নিজে ভেঙে গিয়ে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এখন পর্যন্ত প্রায় ৩০০০ টির বেশি তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া গেছে। এদের মধ্যে কিছু আইসোটোপ প্রকৃতিতে এবং কিছু আইসোটোপকে পরিক্ষাগারে বানানো হয়েছে।

যে আইসোটোপের নিউক্লিয়াস অস্থিতিশীল থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ (radiation) নির্গত করে, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এরা সাধারণত আলফা (α), বিটা (β), অথবা গামা (γ) বিকিরণ নির্গত করে স্থিতিশীল অবস্থায় পৌঁছায়।

বৈশিষ্ট্য

  • এদের নিউক্লিয়াস অস্থিতিশীল হয়।
  • নির্দিষ্ট হারে (Half-life অনুযায়ী) ক্ষয়প্রাপ্ত হয়।
  • ক্ষয়ের সময় শক্তিশালী বিকিরণ নির্গত করে।
  • শেষে একটি স্থিতিশীল নিউক্লিয়াস তৈরি হয়।

উদাহরণ

  • ইউরেনিয়াম-২৩৮
  • কার্বন-১৪
  • কোবাল্ট-৬০
  • আয়োডিন-১৩১